আসানসোলে উদ্বোধন করা হল 'মা কিচেন'

author-image
Harmeet
New Update
আসানসোলে উদ্বোধন করা হল 'মা কিচেন'

আসানসোল, সৌমিত্র গাঙ্গুলিঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দরিদ্র মানুষদের জন্য প্রতিদিন স্বল্পমূল্যে দ্বিপ্রাহরিক অন্ন সংস্থান গড়ে তোলার লক্ষ্যে আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর গেট সংলগ্ন কমিউনিটি সেন্টারে উদ্বোধন করা হল 'মা কিচেন'। যেখানে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল,সবজি ও ডিমের ব্যবস্থা থাকছে। এই 'মা কিচেনে'র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ এলাকার কাউন্সিলারা। 'মা কিচেনে'র উদ্বোধনের পর শুক্রবার থেকেই শুরু হয়ে গেল গরিবদের খাওয়ানোর ব্যবস্থা। যেখানে গরিব মানুষজনেরা ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিমের তরকারি খেল। এছাড়াও আজকে পশ্চিম বর্ধমান জেলার আরও ২ টি বিধানসভা এলাকায় 'মা কিচেনে'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান আসানসোল পৌরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। আজ রানীগঞ্জ ও জামুরিয়ায় উদ্বোধন করা হবে 'মা কিচেন'।