অর্জুন খুনে সিবিআই তদন্তের দাবি তুললেন দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
অর্জুন খুনে সিবিআই তদন্তের দাবি তুললেন দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সাত সকালে কাশীপুরে এক বিজেপির যুব মোর্চার রহস্যমৃত্যকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমাদের কর্মীদের ভয় দেখানোর জন্য একটি পূর্ব-পরিকল্পিত কৌশল। আমাদের কর্মী অভিজিতকে গত ২মে হত্যা করা হয়েছিল এবং তখন থেকে ৬০ টি খুনের ঘটনা ঘটেছে। কাউকে শাস্তি দেওয়া হয়নি, কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। সিবিআই ছাড়া এর সমাধান সম্ভব নয়।'