নিজস্ব প্রতিনিধি -অস্কার বিজয়ী সঙ্গীত কম্পোজার এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদীন শাইক মোহাম্মদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। বৃহস্পতিবার রাতে নিজের ইন্সটাগ্রামে মেয়ের বিয়ের খুশির খবর শেয়ার করেন সংগীতশিল্পী।তিনি যে ছবি শেয়ার করেছেন তাতে বর ও কনেকে পরিবারের সদস্যদের সঙ্গে পোজ দিতে দেখা যায়।ছবিতে এ আর রহমান, তার স্ত্রী সায়রা বানু এবং তাদের ছেলে আমীন এবং রাহিমামাকেও দেখা গেছে। রহমানের মায়ের ছবিও রাখা ছিল নবদম্পতির পাশে।