নিজস্ব সংবাদদাতাঃ দিনের শুরুতেই কলকাতা হাই কোর্টে অগ্নিকাণ্ড। ছড়িয়ে পড়ল আতঙ্ক। বেলা পৌনে এগারোটা নাগাদ আদালতের কাজকর্ম শুরুর ঠিক পরপরই বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায় ভিতর থেকে। আতঙ্কে শোরগোল শুরু হয়ে যায়। হাই কোর্টের নিরাপত্তারক্ষীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে খবর। এর জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় আদালতের কাজকর্ম। জানা গিয়েছে, শুক্রবার সকালে হাই কোর্টের চৌত্রিশ নম্বর এজলাসে আগুন আতঙ্ক ছড়ায়। এজলাসে উপস্থিত লোকজন জানান, সকাল পৌনে এগারোটা নাগাদ এজলাসের ভিতর থেকে বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খালি করে করে দেওয়া হয় এজলাস। যদিও সেসময় এজলাসে উপস্থিত ছিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।