মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সীমান্ত সফরে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করবেন

author-image
Harmeet
New Update
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সীমান্ত সফরে  ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করবেন

নিজস্ব প্রতিনিধি -ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি সেই সঙ্গে সেখানে বোমা বিস্ফোরণ,বাবা মা হারা সন্তানদের অবস্থা, সেখানের রাস্তায় মৃত বাচ্চাদের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন তিনি কয়েক সপ্তাহ ধরেই সেই পরিস্থিতির কথা ভেবে সেই সব স্থানে পরিদর্শনের কথা ভেবেছেন, এবং তিনি সাম্প্রতিক এক বক্তৃতায় এইসব প্রকাশ করেছিলেন।সেই পরিস্থিতির কথা ভেবেই বাইডেন তার দ্বিতীয় একক সফর করবেন।এবং রোমানিয়া ও স্লোভাকিয়া পরিদর্শন করবেন এবং সেখনে ইউক্রেনীয় শরণার্থীদের ঘনিষ্ঠভাবে সাক্ষাতকারের মাধ্যমে তাদের সঙ্গে তিনি কথা বলবেন।এবং যেখানে তিনি ইউক্রেনের সীমান্তে একটি ছোট স্লোভাকিয়ান গ্রামে বাস্তুচ্যুত পরিবারের সঙ্গে 'মা দিবস' এর বৈঠকে করবেন।