তদন্তের নামে আদিবাসী মহিলাকে ধর্ষণ! সাসপেন্ড ৫৯ বছরের পুলিশ কর্তা

author-image
Harmeet
New Update
তদন্তের নামে আদিবাসী মহিলাকে ধর্ষণ! সাসপেন্ড ৫৯ বছরের পুলিশ কর্তা

নিজস্ব সংবাদদাতাঃ  উত্তরপ্রদেশের ললিতপুরের পর এবার রাজস্থানের ঝালওয়ার। ফের পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এবারে কাঠগড়ায় ৫৯ বছরের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। ওই পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। ঝালওয়ারের ভালতা থানা এলাকার বাসিন্দা ওই মহিলা গত জানুয়ারি মাসে নিজের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ওই মামলার তদন্তের ভার এসে পড়ে ৫৯ বছর বয়সি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জগদীশ প্রসাদের উপর। অভিযোগ, মামলার তদন্তভার নেওয়ার পর থেকেই নির্যাতিতাকে নানাভাবে উত্যক্ত করছিলেন ওই পুলিশ আধিকারিক। বারবার তদন্তের নামে তাঁকে অকারণে ফোন করা হত। থানায় ডাকা হত। পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে গ্রামের একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তখন ওই পুলিশ আধিকারিক তাঁকে বাইরে ডাকেন। নিজের বাইকে বসিয়ে নিয়ে চলে যান পাশের জঙ্গলে। অভিযোগ, সেখানেই মহিলাকে ধর্ষণ করেন ওই পুলিশকর্মী। তারপর ভয় দেখিয়ে নিজেই মহিলাকে ওই বিয়েবাড়িতে নামিয়ে দিয়ে আসেন। নির্যাতিতা ওই মহিলা নিজের স্বামীকে সব ঘটনাক্রম জানান। তারপর তাঁরা ওই পুলিশকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই আদিবাসী মহিলার করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন জেলা পুলিশ সুপার মণিকা সেন। তিনি প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত জগদীশ প্রসাদকে সাসপেন্ড এবং গ্রেপ্তার করেছেন। শুধু তাই নয়, ওই আধিকারিক অবসরের পরও কোনও রকম সরকারি সুযোগসুবিধা পাবেন না। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার বয়ান রেকর্ড করানো হয়েছে। তাঁর মেডিকেল টেস্ট করানো হবে। পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।