বড় রানের লক্ষ্য দিলো রাজধানী

author-image
Harmeet
New Update
বড় রানের লক্ষ্য দিলো রাজধানী


নিজস্ব সংবাদদাতাঃ আজ মুম্বইয়ের ব্র্যাবোরন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এসআরএইচ ও দিল্লি ক্যাপিটালস। হায়াদ্রাবাদ টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। মাঠে নেমে ব্যাট করে দিল্লি বাহিনী। ব্যাট করে বড় রানের লক্ষ্য দেয় পন্থের দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তাঁরা।