মৃত ব্যক্তির নামে জব কার্ড বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, কাঠগড়ায় বিজেপি

author-image
Harmeet
New Update
মৃত ব্যক্তির নামে জব কার্ড বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, কাঠগড়ায় বিজেপি

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ একশো দিনের কাজে মৃত ব্যক্তির নামে জব কার্ড তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ সহ মোট আট দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপি পরিচালিত বিনপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এদিন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক বিনপুর বাজারে মিছিল করে বিনপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডেপুটেশন জমা দেন। এদিনের ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিনপুর অঞ্চলের অঞ্চল সভাপতি শ্যামল বিষুই। তৃণমূলের কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, ১০০ দিনের কাজের জব কার্ডের টাকা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকিয়ে তা তুলে নেওয়া হচ্ছে। একই ব্যক্তির নামে ২টি জব কার্ড তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে। এছাড়া মৃত ব্যক্তির নামেও জব কার্ড রয়েছে। এমনকি ছাত্র-ছাত্রীদের নামে জব কার্ড হয়েছে, যাদের এখনও ১৮ বছর হয়নি। তাদের নাম অন্তর্ভুক্ত করে টাকা তোলা হচ্ছে। এছাড়াও মাটির সৃষ্টি প্রকল্পেও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতি শ্যামল বিষুই বলেন, "বিনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মৃত ব্যক্তির নামে জব কার্ড তৈরি করে দিনের পর দিন গরিব আদিবাসী মানুষদের টাকা আত্মসাৎ করছে। তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ  গ্রাম পঞ্চায়েত প্রধান শিকার করেছে আমাদের কাছে। এই দুর্নীতির তদন্তের দাবিতে আমরা ডেপুটেশন জমা দিলাম"। যদিও বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন মুদি বলেন, "যা অভিযোগ উঠেছে তা ব্লক ও জেলা স্তরে তদন্ত শুরু হয়েছে এতে আমার কিছু বলার নেই"।