নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ আবারও আরপিএফ এর তৎপরতায় প্রাণে বাঁচলো এক রেল যাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর স্টেশনে। সকাল ১০ টা নাগাদ আদ্রা থেকে খড়গপুর গ্রামীণ ট্রেনটি দাঁড়িয়েছিল মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেলে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিলে হঠাৎ এক মহিলা যাত্রী ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে ফাঁকা থাকা অংশে আটকে যান ওই মহিলা যাত্রী। আর এই দৃশ্য দেখে ছুটে আসেন কর্তব্যরত আরপিএফ কনস্টেবল ডি বোস। তিনি তৎক্ষণাৎ মহিলা যাত্রীটিকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে থাকা ফাঁকা জায়গা থেকে টেনে বের করেন। তাকে সহযোগিতা করে এক মহিলা কনস্টেবল। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা হতবাক হয়ে পড়েন। ঘটনার পরে ট্রেন থেমে যায়, ছুটে আসেন প্লাটফর্মে থাকা সাধারণ যাত্রীরাও। একজনের জীবন বাঁচিয়ে খুশি আরপিএফ কনস্টেবল। পাশাপাশি জাতীয় আরপিএফ কনস্টেবল এবং লেডি কনস্টেবলকে ধন্যবাদ জানিয়েছেন প্রাণ বাঁচানোর জন্য। ওই মহিলা যাত্রী বলেন, "ট্রেনটি ছেড়ে দেওয়ার পর নামতে গিয়ে আমি পা পিছলে পড়ে যায়। কর্তব্যরত ওই আরপিএফ কনস্টেবল না থাকলে হয়ত প্রাণে বাঁচতাম না।"