নিজস্ব সংবাদদাতঃ বাড়িওয়ালা–ভাড়াটে বিবাদের জেরে ভাড়া জমা দিতে হয় রেন্ট কন্ট্রোলের অফিসে। এই প্রেক্ষাপটে অনলাইনে ভাড়া দিতে এবার একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার। এই পোর্টালের মাধ্যমে পরিষেবার পথ আরও সুগম হবে। সূত্রের খবর, এই পোর্টালটির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সলিউশন’। এখানে ক্লিক করে সহজেই ভাড়াটেরা ভাড়া দিতে পারবেন। আর বাড়িওয়ালারাও ভাড়া তুলে নিতে পারবেন অনলাইনেই। ফলে দুয়ারে ভাড়া ব্যবস্থা চালু হচ্ছে।