KIFF নিয়ে মিমির অভিযোগ উড়িয়ে দিলেন রাজ

author-image
Harmeet
New Update
KIFF নিয়ে মিমির অভিযোগ উড়িয়ে দিলেন রাজ

নিজস্ব সংবাদদাতাঃ গত ২৫শে এপ্রিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী মঞ্চে কার্যত হাজির ছিল গোটা টলিপাড়া। বিশেষ অতিথি হিসাবে সেখানে হাজির ছিলেন শক্রুঘ্ন সিনহা, ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনী অনুষ্ঠান কেন, গোটা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেই দেখা মিলল না অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর।বর্তমানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। তিনি জানান, তাঁর কাছে নাকি সঠিকভাবে আমন্ত্রণ পৌঁছায়নি। পরিচালন সমিতির তরফে নাকি কেউ একটা এসএমএস পর্যন্ত করেনি। এটাই তাঁর খারাপ লাগা। সঙ্গে মিমি যোগ করেছিলেন, ‘দিদির পক্ষে সব কিছুতে সমান নজর রাখা সম্ভব নয়। যাঁদের দিদি চলচ্চিত্র উৎসব পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য।’ অন্য দিকে রাজ বলেন,’কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। অভিনেত্রী-সাংসদকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পারফর্ম করার জন্য পরিচালক সুদেষ্ণা রায় নিজে ফোন করেছিলেন। অভিনেত্রী জানান, উনি ব্যস্ত। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকেও ওঁর কাছে ফোন যায়। তা হলে উনি অপমানিত কোথায় হলেন?’