মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে সিপিআই

author-image
Harmeet
New Update
মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে সিপিআই


নিজস্ব সংবাদদাতা : পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি ও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামের বিরুদ্ধে পথে নেমেছে সিপিআই। ৫ মে গুয়াহাটিতে বিক্ষোভ দেখাচ্ছে তারা। বিক্ষোভ চলবে ১২ মে পর্যন্ত। সিপিআই আসাম রাজ্য ইউনিটের নেতা রমেন দাস বলেন, ''এই (বিজেপি) সরকার বলছে যে ইউক্রেনের কারণে দাম বেড়েছে, কিন্তু এটি মিথ্যা। গুয়াহাটিতে, পেট্রোল এখন ১০৬ টাকা এবং সরকার শুনছে না। গুয়াহাটিতে পানীয় জল নেই।” শ্রমিকরা ১২ মে পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার দাবি করেছে এবং দাবি না মানলে শহরের রাস্তা অবরোধ করার হুমকিও দিয়েছে।