তাপপ্রবাহ থেকে বাঁচতে কী পদক্ষেপ, ইউরোপ থেকে ফিরেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
তাপপ্রবাহ থেকে বাঁচতে কী পদক্ষেপ, ইউরোপ থেকে ফিরেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ চলতি মরশুমে তাপপ্রবাহ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে যেমন জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, তেমনি বাইরে বের হলে সানগ্লাস, ছাতা, টুপি ব্যবহার করতে হবে বলেও জারি করা হচ্ছে সতর্কতা। এবার তাপপ্রবাহ নিয়ে উদ্বেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপ সফর থেকে ফিরে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসবেন বলে খবর। ইউরোপ সফরের সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক একদিনে ৭-৮টি করে বৈঠক করেছেন বলে খবর। ফলে এবার দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে তাপপ্রবাহ চলছে, তা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে খবর। প্রসঙ্গত আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাপপ্রবাহ নিয়ে জরুরি বৈঠকে বসবেন বলে খবর।