অন্ডালে ডায়রিয়া, বিডিওর বার্তা শুনুন

author-image
Harmeet
New Update
অন্ডালে ডায়রিয়া, বিডিওর বার্তা শুনুন

সংবাদদাতা ,অন্ডালঃ অন্ডাল গ্রাম পঞ্চায়েতের তামলা গ্রামের বাউরি পাড়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক আকার নিয়েছে ডায়রিয়া। এই বিষয়ে অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, তামলা গ্রাম এর ডায়রিয়ার খবর শোনার পর ব্লক প্রশাসন এলাকায় ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি জানান প্রত্যেকদিন এলাকায় ভালো পানীয় জল দেওয়া হচ্ছে। এছাড়াও সুদীপ্ত বাবু জানান, ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট এলাকায় আপাতত একটা মেডিক্যাল ক্যাম্প বসানোর জন্য। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মিলছে না সরকারি অ্যাম্বুলেন্স। এ বিষয়ে বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, তারা ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন এবং এলাকার মানুষদের ফোন নম্বর দিয়েছেন। যখনই প্রয়োজন হবে বিডিও অফিসে জানালেই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হবে।