একদিনে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার সাক্ষী থাকল খড়গপুর

author-image
Harmeet
New Update
একদিনে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার সাক্ষী থাকল খড়গপুর

নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার আতঙ্ক ছড়ালে গোটা খড়গপুর শহরে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় মহিলার কপালে জুটল মার ও ছিঁড়লো মহিলার জামাও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার সাই মন্দিরের ঠিক পিছনে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তুলসী দেবী নামে এক মহিলা নিজের রেল কোয়াটার থেকে মাত্র ১ মিনিটের রাস্তা গোল বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। দরজার বাইরে স্কুটি রেখে দরজা খুলতে গেলে বাইকে করে আসা দুই যুবক তার গলার হার ছিনতাই করতে চায় তখনই বাধা দেয় ওই মহিলা। বাধা দিতেই মহিলার মুখে এক ঘুষি মারেন ওই ছিনতাইবাজ। মহিলাটি তখন ওই ছিনতাইবাজের কলার ধরে ফেলে এবং টানাটানিতে শেষমেষ মহিলার জামা ছিঁড়ে যায়। এবং দুষ্কৃতীরা তার হার ছিনতাই করে পালিয়ে যায়, চেনের অর্ধেক অংশ মহিলার হাতেই রয়ে যায়। ওই মহিলার স্বামী রেলের একটি সংগঠনের নেতা বলে জানা গেছে । পরপর চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে। ঘটনার পর খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানায় মহিলা। ঘটনার তদন্তে নেমে খড়গপুর টাউন থানার পুলিশ বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তকরণ করার চেষ্টা করছে। এরপর রাত সাড়ে দশটা নাগাদ অভিযোগকারীর বাড়ি যান খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার ও খড়গপুর টাউন থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্বরঞ্জন ব্যানার্জি । এই ঘটনার ঘটনাস্থল থেকে একটু দূরে খড়গপুর পৌরসভার পৌরপিতা প্রদীপ সরকারের অফিসের কাছে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটো থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন ওয়াই কুমারী এক মহিলা, সেই সময় দুই যুবক বাইকে করে এসে ওই মহিলার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এই দুটি ঘটনার সঙ্গে একই চোরের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । কিন্তু বারবার শহরে এই ধরনের ছিনতাইয়ের জেরে পুলিশের ভূমিকা নিয়ে  প্রশ্ন তুলেছেন খড়গপুরবাসী।