নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রাশিয়ার তরফ থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করা বন্ধ করার কথা জানিয়ে দিয়েছেন।
তিনি জানান, ৬ মাসের মধ্যে ইউরোপ রাশিয়া থেকে সম্পূর্ণ ভাবে অপরিশোধিত তেল সংগ্রহ বন্ধ করে দেবে। তারপরেই ইউরোপে লাফিয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। সেখানে 'ব্রেন্ট ক্রুড ওয়েলের' দাম ৫.১৭ ডলার বা ৪.৯ শতাংশ বেড়ে ১১০.৪ ডলার প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে।