ময়ূরেশ্বরের তৃণমূল নেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

author-image
Harmeet
New Update
ময়ূরেশ্বরের তৃণমূল নেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফের তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু। এবার রক্তাক্ত দেহ উদ্ধার হল বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের। নিহতের স্ত্রীর দাবি খুন করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, পথ দুর্ঘটনার বলি ওই তৃণমূল নেতা। নিহত বছর তেত্রিশের কাজি নুরুল হাসান ওরফে আকাশ, ময়ূরেশ্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। বুধবার রাত সাড়ে নটা নাগাদ মল্লারপুর থানার খড়াসিম গ্রামের কাছে রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের অদূরেই পড়ে ছিল তৃণমূল নেতার মোটরবাইক এবং মোবাইল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহতের স্ত্রী মৌসুমী বিবির দাবি খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। তাঁর দাবি, মোশারফ হোসেন চক্রান্ত করে খুন করেছে। ময়ূরেশ্বর ব্লক পরিচালনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করে তৃণমূল। সেই কমিটিরই সদস্য মোশারফ। যদিও মৌসুমীর অভিযোগ খারিজ করেছেন মোশারফ। তিনি বলেন, “আমার সঙ্গে আকাশের মতবিরোধ ছিল না। কয়েকদিন আগে ব্যবসা করার জন্য ২০ হাজার টাকা ঋণও দিয়েছিলাম। পুলিশ তদন্ত করে দেখুক। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক পুলিশ।” মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খুন নাকি দুর্ঘটনায় মৃত্যু হল ওই তৃণমূল নেতার, তা খতিয়ে দেখছে পুলিশ।