নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার ফের দল তৈরির জল্পনা উস্কে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর আজ একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা থেকে বিরত ছিলেন তবে বলেছেন যে তিনি বিহারে একটি নতুন সরকার গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করবেন। রাজনীতিতে নামবেন কি না, তা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করে পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছেন নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, 'এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দল গঠন করব না, তবে ১৭ হাজার মানুষের সঙ্গে কথা বলব। এই পরিস্থিতিতে যদি সব মানুষ দল গঠনের জন্য প্রস্তুত থাকে, তাহলে দল গঠনের ভাবনা থাকবে কিন্তু সেই পার্টি শুধু আমার নয়, যারা এতে অবদান রাখবে তারা সবাই হবে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব।' এর পাশাপাশি, ২ অক্টোবর থেকে বিহারে ৩ হাজার কিলোমিটার 'পদযাত্রা'র কথাও ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, বিহারে এই মুহূর্তে কোনও নির্বাচন নেই, তাই এখনই দল গঠনের প্রশ্নই ওঠে না। আগামী তিন-চার বছর বিহারের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব।'