নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের মহিলারা আর গাড়ি চালাতে পারবেন না। কারণ তাঁরা আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না। কাবুল এবং অন্যান্য প্রদেশে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে তালিবান। এই নিষেধাজ্ঞা এমন সময়ে চাপানো হয়েছে, যখন দেশটি খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের তীব্র ঘাটতি সহ একটি বিধ্বংসী মানবিক সংকটে ভুগছে। তালিবান ক্ষমতা দখলের আগে আফগানিস্তানের কাবুল সহ দেশের কয়েকটি বড় শহরে মহিলাদের গাড়ি চালাতে দেখা যেত।সাম্প্রতিক একটি ডিক্রিতে আফগানিস্তানের তালিবান প্রশাসন ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে। বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়ে তালিবান অবশ্য জানিয়েছে যে এই পদক্ষেপ সাময়িক নেওয়া হয়েছে। কারণ শিক্ষকের ঘাটতি রয়েছে। ষষ্ঠ শ্রেণির উপরেও মেয়েদের পড়াশোনা করার অধিকার শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে।