নিজস্ব সংবাদদাতা : ৭ মে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে রাহুল গান্ধির যে ইন্টারেক্টিভ সেশন করার কর্মসূচি রয়েছে তা নিয়ে ক্রমে ব্যাকফুটে যাচ্ছে কংগ্রেস। প্রথম থেকে ক্যাম্পাসে অনুষ্ঠান করার অনুমতিতে সায় দেয়নি পুলিশ। এ নিয়ে বিক্ষোভও দেখানো হয়। এবার তেলেঙ্গানা হাইকোর্টের তরফেও মিললো না অনুমতি। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই অনুষ্ঠানের জন্য গ্রিন সিগন্যাল না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়ারা। কিন্তু সেই আবেদন আদালত খারিজ করে দিল। আদালতের তরফে বলা হয়েছে 'ক্যাম্পাসকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা যাবে না'।