নিজস্ব সংবাদদাতা : ১২ বছরের ঊর্ধ্বে বয়স হলে নেওয়া যাবে কোভোভ্যাক্স টিকা। টুইট করে এমনই জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা। তিনি আরও বলেন, "এটি ভারতে তৈরি একমাত্র ভ্যাকসিন যা ইউরোপেও বিক্রি হয় এবং এর কার্যকারিতা ৯০ শতাংশ। এটি আমাদের শিশুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরেকটি টিকা প্রদানের স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ।" প্রসঙ্গত, ভারতের ভ্যাকসিন থিঙ্ক-ট্যাঙ্ক ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) গত সপ্তাহে ১২-১৭ বছর বয়সীদের জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভোভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে।