নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মের দাবদাহ থেকে চাঁদি বাঁচাতে বিশেষ ভাবনা রেলের। ওড়িশার সম্বলপুর জংশনে রেলের তরফে বসানো হল 'মিস্ট কুলিং সিস্টেম'। এই ব্যবস্থায় প্রখর রৌদ্রেও আরাম পাবেন যাত্রীরা। রেল মন্ত্রক মাইক্রোব্লগিং সাইটে কুলিং সিস্টেমের কাজ দেখানো একটি ভিডিও শেয়ার করেছে। ভারতের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড মাত্রায় পৌঁছেছে, লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে কারণ উপমহাদেশ জুড়ে জলবায়ু সংকটের প্রভাব অনুভূত হচ্ছে। এর মাঝে রেলের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলছেন রেল যাত্রীরা।