নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যেই ইউক্রেন জানিয়েছে ৯ মে রুশ সেনা মারিউপোলে পদযাত্রার পরিকল্পনা করছে। কিয়েভের তরফ থেকে জানানো হয়েছে, রাশিয়ার প্রশাসনিক আধিকারিকরা ইউক্রেনের দক্ষিণে অবস্থিত বন্দর শহরে উপস্থিত হয়েছেন। আগামী ৯ তারিখ যে বিজয় উৎসবের পরিকল্পনা করছে রুশ সেনা, তার প্রস্তুতি খতিয়ে দেখতেই রাশিয়া থেকে এসেছেন তারা। ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তরফেও সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে, বর্তমানে মারিউপোল উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শহরের প্রধান সড়কগুলিতে যেখানে দু’দিন আগেও সারি সারি মৃতদেহ ও বাড়িঘরের ধ্বংসাবশেষ পড়েছিল, তা সাফ করা হয়েছে। রাশিয়ার সেনা মারিউপোল দখল করে নেওয়ায় স্থানীয়রা কতটা ‘খুশি’, তা দেখানোর চেষ্টাই করা হবে। এমনটাই দাবি করছে ইউক্রেন।