নিজস্ব সংবাদদাতাঃ সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে ২ মে থেকে। বেসরকারি স্কুলগুলির একাংশও ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছিল। কিছু স্কুল আবার গত সপ্তাহের প্রবল গরমে সাময়িক ছুটি দিয়ে অনলাইন ক্লাসে ফিরে গিয়েছিল। তবে বৃষ্টির জেরে চলতি সপ্তাহে আবহাওয়া ভাল হয়ে যাওয়ায় তারা ফের ফিরে গিয়েছে অফলাইন ক্লাসে। আবহাওয়ার উন্নতি হওয়া সত্ত্বেও সরকারি সিদ্ধান্তের অবশ্য কোনও পরিবর্তন হয়নি। ফলে সরকারি স্কুল বন্ধই রয়েছে। বেশকিছু স্কুলের প্রধান শিক্ষকদের মতে, 'আবহাওয়ার উন্নতি হওয়ায় যদি চলতি সপ্তাহটাও স্কুল খোলা রাখা যেত, তা হলে পড়ুয়ারা অনেকটাই উপকৃত হত।'