রানীগঞ্জ ৪ঠা মে, হরি ঘোষঃ পরিবর্তনের রাজ্যে মা-বোনেদের কোনো নিরাপত্তা নেই। এমনকি একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত নন। হাঁসখালিতে নাবালিকাকে নৃশংস ধর্ষণ সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে খুন-ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে বল্লভপুরে মিছিল ও প্রতিবাদসভা করে সিপিআই(এম) । এদিন বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর, শাশ্বতী মিত্র, মলয়কান্তি মণ্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজ্যে নারী ধর্ষণ পুড়িয়ে মারার মতো ঘটনায় পুলিশের একাংশ ধর্ষণ খুনে মদত দিচ্ছে। বক্তারা বলেন তৃণমূল সরকারের সময় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যে গণতন্ত্র নেই অন্ধকাররাজ চলছে। তার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে কোনো হেলদোল নেই তৃণমূলী সরকারের। বিজেপি সরকারের এল আই সি আই সেয়ার বিক্রির প্রতিবাদে সমস্ত অংশের মানুষকে অন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।