নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জাপান সরকার। এবার তার ফলে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সহ ৬৩ জন জাপানি নাগরিকের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রেবেশ নিষিদ্ধ করল পুতিন সরকার।
কিশিদার মন্ত্রিসভার সদস্য, বিদেশ মন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি এবং অর্থমন্ত্রী শুনিচি সুজুকিরও নাম রয়েছে এই তালিকায়। রাশিয়ার দাবি, রাশিয়ার বিরুদ্ধে অপবাদ ও হুমকি মূলক বার্তা ছড়াচ্ছে জাপান সরকার।