নিজস্ব সংবাদদাতাঃ মারিউপোলের অ্যাজোভস্টাল প্ল্যান্টে মঙ্গলবার থেকেই ফের হামলা শুরু করেছে রাশিয়ার সামরীক বাহিনী। বুধবার সকালের দিকে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বর্তমানে ফের অ্যাজোভস্টাল প্ল্যান্টে পরপর গোলা বর্ষণ শুরু হয়েছে। যার ফলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মারিউপোল মেয়রের। মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো জানিয়েছেন, এখনও শত শত বেসামরিক নাগরিক ইউক্রেনীয় রক্ষকদের সঙ্গে অ্যাজোভস্টাল প্ল্যান্টে আটকে রয়েছে। এরফলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন মেয়র।