২-১৮ বয়সীদের কোভ্যাক্সিন বুস্টার ট্রায়ালের অনুমতি চাইল ভারত বায়োটেক

author-image
Harmeet
New Update
২-১৮ বয়সীদের কোভ্যাক্সিন বুস্টার ট্রায়ালের অনুমতি চাইল ভারত বায়োটেক

নিজস্ব প্রতিনিধি -হায়দ্রাবাদ-ভিত্তিক ফার্মা কোম্পানি ভারত বায়োটেক ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (ডিসিজিআই) কাছে ২-১৮ বছর বয়সীদের মধ্যে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ হিসাবে কোভ্যাক্সিনের পরীক্ষা চালানোর অনুমতি চেয়েছে। প্রতিষ্ঠানটি এক সপ্তাহ আগে অনুমতির জন্য আবেদন করেছে। ইতিমধ্যেই কোভ্যাক্সিনের দুটি ডোজ ২-১৮ বছর বয়সীদের মধ্যে ট্রায়াল পরিচালনা করেছে।সম্প্রতি, ভারত বায়োটেক ৬-১২বছর বয়সী শিশুদের জন্য দুটি ডোজের জন্য জরুরি ব্যবহারের (EUA) অনুমোদন পেয়েছে।এবং ভারত বায়োটেকও ২-৫ বছর বয়সীদের জন্য EUA-এর জন্য আবেদন করেছে কিন্তু বিষয় বিশেষজ্ঞ কমিটি (SEC) আরও তথ্য চেয়েছে।