নিজস্ব প্রতিনিধি -ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর ৩৩ বছর আগে মুম্বইতে তাকে দেওয়া একটি সরকারি প্লট তিনি ফেরত দিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রের আবাসন সংস্থা MHADA-এর একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।গাওস্কর রাজ্য সরকারকে জানিয়েছিলেন যে তিনি প্রস্তাবিত বান্দ্রায় ২০,০০০ বর্গফুট প্লটে ক্রিকেট একাডেমি স্থাপন করতে পারবেন না।সেকারণেই MHADA গত বছর অব্যবহৃত প্লট ফেরত দেওয়ার জন্য গাওস্করকে অনুরোধ করেছিল।তারপরেই তিনি এই সিদ্ধান্তে আসেন।