নিজস্ব সংবাদদাতাঃ বুধবার আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সাক্ষাৎকার সুই দেশের মধ্যে যথেষ্ট গুরত্বপূর্ণ তা বলাই বাহুল্য। মোদীর সঙ্গে কী আলোচনা হয়ে সে নিয়ে এবার মুখ খুললেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জাকবসদত্তির। তিনি বলেন, 'ভারত ও আইসল্যান্ডের জলবায়ু সহযোগিতা এবং ভূ-তাপীয় শক্তির পাশাপাশি কার্বন বাঁধাই ও মৎস্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। আমরা সংস্কৃতি ও লিঙ্গ সমতা নিয়ে কথা বলেছি।'