জানুন UPESEAT পরীক্ষা কি

author-image
Harmeet
New Update
জানুন UPESEAT পরীক্ষা কি

নিজস্ব সংবাদদাতাঃ UPESEAT পরীক্ষা হল আসলে ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্টাডিজ ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড টেস্ট। এটিকে পরিচালনা করে পেট্রোলিয়াম এবং শক্তি স্টাডিজ বিশ্ববিদ্যালয়। প্রত্যেক বছরে একবার করে এই পরীক্ষাটি হয়ে থাকে। এটি মূলত বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষা। 





পরীক্ষাটি ইংরেজি ভাষায় হয়ে থাকে। যারা এই পরীক্ষার জন্য আবেদন করতে চান, তারা অনলাইন এবং অফলাইন উভয় মোডেই আবেদন করতে পারেন। আবেদন করার ফি ১৩৫০ টাকা। তবে পরীক্ষা হবে অনলাইন মোডেই। এরসঙ্গে কাউন্সেলিং মোড হিসেবে অনলাইন এবং অফলাইন উভয় মোডের সুবিধাও রয়েছে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার সময়সীমা হল ২ ঘণ্টা।