স্বজনদের এক নজর দেখতে সীমান্তে ভিড় শতাধিক মানুষের

author-image
Harmeet
New Update
স্বজনদের এক নজর দেখতে সীমান্তে ভিড় শতাধিক মানুষের

হাবিবুর রহমান, ঢাকাঃ এপার বাংলা, ওপার বাংলা। মাঝখানে কাঁটা তারের বেড়া। ঈদের দিন ভারতে থাকা স্বজনদের এক নজর দেখতে বাংলাদেশে দিনাজপুরের হিলি সীমান্তে জড়ো হয়েছিলেন কয়েক শত মানুষ। সেখানে সরাসরি কথা না বলতে পারলেও দূর থেকে স্বজনদের দেখে শান্তি খুঁজে নেন তারা।

 
মঙ্গলবার ঈদের দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি সীমান্তের শূন্যরেখায় জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। এ যেন এক অন্যরকম দৃশ্য। জড়ো হওয়া দর্শনার্থীরা সীমানা ঘেঁষে রেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ দূর থেকে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলছেন। বড়দের সঙ্গে ছোটরাও গিয়েছিলো সেখানে। হিলি স্থলবন্দরের দুদেশের সীমান্ত শহরের নাম হিলি। শহরের মাঝ দিয়ে রয়েছে রেললাইন। রেললাইনের ওপারে বাংলা হিলি আর এপারে ভারত হিলি। এই শহর দেখতে ছুটে আসে অনেকেই। ঈদের দিন বিকেল থেকেই সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় ভিড় করেন দর্শনার্থীরা। শুধু ঈদের দিন নয় শুক্রবার ছুটির দিনেও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে তারা ওখানে আসেন। এছাড়াও ভারতের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন ভারতের জিরো পয়েন্টে।