নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এই অবস্থায় বুধবার এক ভয়াবহ তথ্য তুলে ধরল জাতিসংঘ। যুদ্ধের ফলে ইউক্রেন জুড়ে শত শত স্কুল সহ জনবহুল এলাকায় ভারী কামান ও বিমান হামলা এবং অন্যান্য বিস্ফোরক অস্ত্র দ্বারা হামলা চলছে। যার ফলে এই সংঘর্ষ শিশুদের জীবন ও ভবিষ্যতের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইউক্রেনে জাতিসংঘের প্রতিনিধি মুরাত সাহিন বলেন, “ইউক্রেনে শিক্ষাবর্ষের শুরু কোভিড-১৯ এর কারণে বিপর্যস্ত হয়। তবে সেক্ষেত্রে শিশুদের জন্য একটি আশা ও প্রতিশ্রুতি ছিল। পরবর্তীতে শত শত শিশু নিহত হয়েছে এবং যুদ্ধের কারণে শ্রেণীকক্ষ বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনে শিক্ষাগত সুযোগ-সুবিধা ধ্বংস হয়ে গিয়েছে।" এরফলে ইউক্রেনের বর্তমান শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি।