নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ আবারও ঝাড়গ্রাম জেলায় হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের গোখুরপাল এলাকায়। বুধবার দুপুরে ওই ব্যাক্তি নয়াগ্ৰামের গোখুরপাল জঙ্গলে গাছের পাতা তুলতে গিয়েছিলেন। সেই সময় একটি হাতি তার সামনে চলে আসে। এরপরেই হাতিটি তাকে আক্রমণ করলে, ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। গুরুতর অবস্থায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া। এলাকার বাসিন্দাদের বক্তব্য বেশ কয়েকদিন ধরে নয়াগ্রাম ব্লক জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে কখনও লোকালয়ে প্রবেশ করছে তো কখনও আবার চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে। ফলে নাজেহাল হতে হচ্ছে চাষীদের।