নিজস্ব সংবাদদাতাঃ গতকাল অক্ষয় তৃতীয়ার দিন পুজো করে তৃণমূলের অস্থায়ী নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সেই নতুন দলীয় কার্যালয়ে এসে সাংগঠনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি দলের নেতাদের বেশকিছু দায়িত্বও দেবেন তিনি। আপাতত নতুন এই কার্যালয়ে মাত্র তিন জনের জন্যই ঘর বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের একজন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দু’জন হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। উল্লেখ্য ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের সাউথ ক্যানাল রোডের পাঁচতলা একটি অতিথিশালাকে নিজেদের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে বাংলার শাসকদল।