নিজস্ব সংবাদদাতাঃ আরশোলা দেখলে আমরা অনেকেই ভয় পাই। তবে কি জানেন আরশোলার ভয়কে কি বলে ? আরশোলার ভয়কে কাটসারিডফোবিয়া বলা হয়।
এছাড়াও আরশোলা রোগ বহনকারী একটি পতঙ্গ। আরশোলার থেকে আমাদের শরীরে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। তবে ২ টি সহজ উপায়ে আরশোলা তাড়ানো সম্ভব।
১) বেকিং সোডার ব্যবহার- বেকিং সোডা দিয়ে সহজেই আরশোলা তাড়ানো যায়। আরশোলা বেকিং সোডার গন্ধ সহ্য করতে পারেনা। খাবারের আশেপাশে বেকিং সোডা ছড়িয়ে রাখলে আরশোলা খাবার থেকে দূরে থাকবে।
২) তেজপাতার ব্যবহার- তেজপাতর গন্ধ আরশোলা একে বারেই সহ্য করতে পারেনা। আরশোলা রয়েছে এমন স্থানে কয়েকটি তেজপাতা ছড়িয়ে দিলে আরশোলা সেখান থেকে বিদায় নেবে।