নিজস্ব সংবাদদাতাঃ এক দিকে স্টেশন চত্বরের বাইরে একটি বড় অংশ আটকে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকাজ। এর পাশাপাশি, রাতে দূরপাল্লার ট্রেন ধরতে একসঙ্গে অনেক গাড়ি চলে আসায় ওই অবস্থা হচ্ছে বলে অভিযোগ। এই দুই সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে শিয়ালদহ উত্তর শাখার আচার্য প্রফুল্লচন্দ্র রোডের দিকের গেটটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা। এ বার এই জট ছাড়াতে শিয়ালদহ স্টেশনের পূর্ব দিকে থাকা পার্সেল গেট ব্যবহার করার জন্য পূর্ব রেলের কাছে প্রস্তাব পাঠাল লালবাজার। সূত্রের দাবি, শিয়ালদহ স্টেশনের সামনে ওই যানজট কমাতে মৌখিক ভাবে সম্মত হয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। যদিও সরকারি ভাবে রেলের তরফে লালবাজারকে এখনও কিছু জানানো হয়নি। ওই গেট ব্যবহারের ব্যাপারে চলতি সপ্তাহে রেল এবং লালবাজারের পুলিশকর্তারা জায়গাটি ঘুরে দেখতে পারেন বলে খবর।