রাশিয়ার সেনা প্রত্যাহারের পর ইরপিনে কমপক্ষে ২৯০টি বেসামরিক মৃতদেহ পাওয়া গেছে: মেয়র

author-image
Harmeet
New Update
রাশিয়ার সেনা প্রত্যাহারের পর ইরপিনে কমপক্ষে ২৯০টি বেসামরিক মৃতদেহ পাওয়া গেছে: মেয়র

 নিজস্ব সংবাদদাতাঃ রুশ সেনা প্রত্যাহারের পর থেকে কিয়েভের বাইরে ইরপিন শহরে ২৯০ জন বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ইরপিনের মেয়র ওলেকসান্দ্র মারকুশিন। এক বিবৃতিতে মারকুশিন বলেন, নিহতদের মধ্যে ১৮৫ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের অধিকাংশই পুরুষ। মৃত্যুর কারণ ছিল "শার্পনেল এবং বন্দুকের গুলির ক্ষত"। মারকুশিনের মতে, মৃতদের মধ্যে কমপক্ষে পাঁচজনের মস্তিষ্কে আঘাত এবং অনাহার ছিল। একটি বহুতল ভবনের উঠোনে এবং শিশু উন্নয়ন কেন্দ্র চত্বরে পাঁচ বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়।