আগামী সপ্তাহেই রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

author-image
Harmeet
New Update
আগামী সপ্তাহেই রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

নিজস্ব সংবাদদাতাঃ সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আর পূর্বাভাস বলছে, ঝড়টির পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। যার জেরে আগামী সপ্তাহে ব্যাপক দুর্যোগের মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝড় - বৃষ্টির মুখে পড়তে পারে বাংলাদেশের একাংশও। পূর্বাভাস অনুসারে শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যার জেরে ইতিমধ্যে আন্দামান নিকোবরে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরবর্তী কয়েকদিনে ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। আগামী সপ্তাহের মাঝামাঝি সেটি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি। ঘূর্ণিঝড়ের জেরে আগামী সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হতে পারে বৃষ্টি। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়। মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ১০ মে ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় ইতিমধ্যে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।