নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ান বাহিনী মারিওপোল থেকে প্রায় ৪০,০০০ লোককে রাশিয়ায় বা বিচ্ছিন্ন দোনেৎস্ক পিপলস রিপাবলিকে ফেরত পাঠিয়েছে, মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো একথা বলেন। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে মারিওপোল থেকে রাশিয়া বা তথাকথিত ডিপিআরে যারা নির্বাসিত হয়েছেন তাদের তালিকা যাচাই করেছি। প্রায় ৪০ হাজার মানুষের তালিকা গোপন করতে শুরু করেছে রাশিয়া। দুর্ভাগ্যবশত, আমরা এই মুহূর্তে সবকিছু যাচাই করতে পারছি না, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি"।বোইচেঙ্কো বলেন, "রাশিয়ান সামরিক বাহিনী স্থানীয় জনগণকে রাশিয়ার উপকণ্ঠে, দূর প্রাচ্যে বা সাইবেরিয়ায় নিয়ে যাচ্ছে এবং সেখানে তারা তাদের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করছে।"