সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA! কী তথ্য সামনে আসছে জেনে নিন
প্রত্যাঘাতের জন্য কোন পথে ভারত! শাহজাহানপুরের বিমান ঘাঁটিতে নামছে একের পর এক যুদ্ধ বিমান
জঙ্গিদের প্রতি মুহূর্তের খবর দিত ১০ জন স্থানীয় বাসিন্দা! NIA-এর ব়্যাডারে কারা
কোথায় লুকিয়ে রাখা ছিল অস্ত্র! এনআইএ-এর রিপোর্টে চাঞ্লক্যকর তথ্য
ফের রাজ্যে হিন্দু কর্মী খুন! এবার গর্জে উঠল বিজেপি
লস্কর-ই-তইবা নয়, পহেলগাঁও হামলার পেছনে পাক সেনা ও আইএসআইয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ
কেরলের ভিজিনজাম সমুদ্রবন্দর উদ্বোধন! ভারতের জলপথ বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা
ওড়িশায় নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! পুলিশের তদন্তে নয়া মোড়

ঝাড়গ্রাম জেলা জুড়ে পবিত্র ঈদের নামাজে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রাম জেলা জুড়ে পবিত্র ঈদের নামাজে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সোমবার দেখা গিয়েছে ঈদের চাঁদ। দীর্ঘ একমাস রমজান মাস উপলক্ষে রোজা রাখার পর মঙ্গলবার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঝাড়গ্রাম জেলা জুড়ে ঈদের নামাজ পাঠে সামিল হয়েছেন। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় পবিত্র ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। ওই নামাজ পাঠের অনুষ্ঠানে নতুন পোশাক পরে আট থেকে আশি সকলেই সামিল হয়েছিলেন। খুশির ঈদের নামাজকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। ঈদের নামাজ পাঠ শেষ হওয়ার পর একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নয় ,ওই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সামিল হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সাঁকরাইল থানার পুলিশ এবং বেলিয়াবেড়া থানার পুলিশ বিভিন্ন ইমাম সাহেবের হাতে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সূত্রে খবর, এদিন জেলার সবকটি এলাকায় শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ শেষে হয়েছে। উৎসবকে ঘিরে কোন ধরনের অশান্তি হয়নি জেলায়।