ঝাড়গ্রামে মাওবাদী পোষ্টার কান্ডে গ্রেপ্তার হোমগার্ড সহ দুই এসপিও

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে মাওবাদী পোষ্টার কান্ডে গ্রেপ্তার হোমগার্ড সহ দুই এসপিও


নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ সর্ষের মধ্যেই ভূত। ঝাড়গ্রামে মাওবাদী পোষ্টার কান্ডে এবার পুলিশের হয়ে কাজ করা তিন জনকে গ্রেপ্তার করল লালগড় থানার পুলিশ। এদের মধ্যে একজন স্পেশাল হোমগার্ড, দুজন এসপিও (স্পেশাল পুলিশ অফিসার)। এমনটাই দাবি ধৃতদের উকিল এবং তাদের পরিবারের লোকের। সম্প্রতি ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে ঝাড়গ্রামে রেডঅ্যালার্ট জারি করা হয়। সমস্ত জনপ্রতিনিধিদের ফোন করে সন্ধ্যার পর বেরতে মানা করা হয় বলে জানিয়েছিলেন ঝাড়গ্রামের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা। ফলে এলাকায় আতঙ্ক ছড়ায় অনেকটাই। বিভিন্ন জায়গায় একের পর এক পোষ্টার উদ্ধার করা হয়। এরপর সোমবার লালগড় থানার পুলিশ তাদের নিজেদেরই তিনজনকে গ্রেপ্তার করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুব স্বাভাবিক ভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে আসলে পোষ্টার কান্ডের পিছনে কে বা কারা তা নিয়েও প্রশ্ন? এদিকে ধৃতের পরিবারের লোকেরা দাবি করছেন, পুলিশকে এলাকার সমস্ত খবর দিত বলেই পুলিশের একাংশ তাদের ফাঁসিয়েছে। ধৃতদের উকিলদেরও একই দাবি। ধৃতদের নাম কালি মানা (স্পেশাল হোমগার্ড), সনাতন মাহাত, তারু পাতর (এসপিও)। এদের তিনদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।