নিজস্ব সংবাদদাতাঃ বনগাঁ আদালতে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন লস্কর-ই-তইবা সদস্য শেখ আব্দুল নইম। বর্তমানে তিনি তিহার জেলের বন্দি হলেও মামলায় সওয়াল করতে কলকাতায় আসতে চেয়েছেন তিনি। সেই মতো নিয়েও আসা হয়েছে নইমকে। আজ ইদের দিনে নিজেই আদালতে সওয়াল করলেন মৃত্যুদণ্ডের সাজা-প্রাপ্ত সেই আসামী। আজ ইদ উপলক্ষে ছুটি কলকাতা হাইকোর্ট। অন্য কোনও মামলার শুনানি নেই এ দিন। তবে শুধমাত্র এই বিশেষ মামলার জন্য এ দিন আদালত খোলা হয়েছে। সূত্রের খবর, শুনানি শুরুর আগে সাংবাদিক সহ উপস্থিত প্রত্যেকের মোবাইল বন্ধ করে দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী মুড়ে ফেলে আদালত চত্বর।