সরকারি ফলকে সাধন-কন্যার নাম ঘিরে বিতর্ক

author-image
Harmeet
New Update
সরকারি ফলকে সাধন-কন্যার নাম ঘিরে বিতর্ক


নিজস্ব সংবাদদাতাঃ প্রশাসনের কোনও পদে না-থাকা সত্ত্বেও সরকারি ফলকে প্রয়াত মন্ত্রী তথা মানিকতলার প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের নাম থাকায় তৈরি হয়েছে বিতর্ক। মানিকতলার কাছে বাগমারি রোডের একাংশের নাম বিপ্লবী প্রফুল্ল চাকীর নামে রাখা হয়েছে। ওই রাস্তার নামফলকের উদ্বোধনের পরে দেখা যায়, তাতে লেখা রয়েছে ‘আহ্বায়ক শ্রেয়া পাণ্ডে’। শ্রেয়া বর্তমানে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের আহ্বায়ক। কিন্তু সরকারি ফলকে শাসকদলের আহ্বায়কের নাম কেন? এই নিয়েই উঠছে প্রশ্ন।