নিজস্ব প্রতিনিধি -কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২,৫৬৮ টি নতুন সংক্রমণের খবর পাওয়ায় দেশে দৈনিক কোভিড কেস কমেছে।সক্রিয় কেসলোড এখন দাঁড়িয়েছে ১৯,১৩৭, যা মোট মামলার ০.০৪শতাংশ।২০ জনের মৃত্যু হয়েছে। এবং মৃতের সংখ্যা ৫,২৩,৮৮৯-এ পৌঁছেছে, মন্ত্রণালয়ের তথ্যে একথা বলা হয়েছে।