নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় ফুটবল সংস্থার (ইউএফএফএ) 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' ইউরোপীয় দল ও ক্লাবগুলোকে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে নিষেধ করেছে। আগামী জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মহিলা ইউরো ২০২২-এর ফাইনাল টুর্নামেন্টে রাশিয়ার পরিবর্তে পর্তুগাল খেলবে বলে জানিয়েছে ইউএফএফএ। ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩-এর ইউরোপীয় যোগ্যতা অর্জনের জন্য রাশিয়া এপ্রিলে নির্ধারিত তাদের দুটি ম্যাচ খেলবে না। ২০২২-২৩ ম্রশুমের জন্য রাশিয়ার ইউএফএফএ চ্যাম্পিয়নস লিগ, ইউএফএফএ ইউরোপা লিগ, ইউএফএফএ ইউরোপা কনফারেন্স লিগ, ইউএফএফএ মহিলা চ্যাম্পিয়নস লীগ এবং ইউএফএফএ যুব লীগে কোন ক্লাব অংশগ্রহণ করবে না। ইউএফএফএ আরও বলেছে, ইউরো ২০২৮ বা ইউরো ২০৩২ আয়োজনের জন্য রাশিয়ার বিডঅযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।