নিজস্ব প্রতিনিধি -বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার করা এক যৌথ রিপোর্টে বলা হয়েছে সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয় যা মৃত্যুর ঝুঁকি নিয়ে আসতে পারে।সেই রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালে বিশ্বব্যাপী কাজের চাপে প্রায় ৪ লাখ মানুষের স্ট্রোকে মৃত্যু হয়েছে।এতে হৃদযন্ত্রের নানা ধরনের সমস্যাও দেখা দেয় মানুষের। লম্বা সময় নড়াচড়া না করলে বা চেয়ারে অনেকক্ষণ বসে থাকলেও নানা সমস্যা দেখা দেয়।এবং তার ফলে পায়ের মাংস পেশির ভেতর যে শিরাগুলো রয়েছে সেই শিরায় রক্ত জমাট বেধে যায়।