নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েক বছরের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বর্ষার আগেই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আরও বেশি জোর দিতে চলেছে দমদম পুরসভা।পুরসভা সূত্রের খবর, প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যেই মশা মারার ওষুধ স্প্রে করা, ব্লিচিং ছড়ানো ও সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে। সেই কাজই আরও জোরদার করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষত, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে।