নিজস্ব সংবাদদাতাঃ নেটফ্লিক্স মানেই বিনোদনের ধামাকা। আর নেটফ্লিক্স সিনেমা সর্বদাই দর্শক মনে রাজ করে। এবার নেটফ্লিক্সে আসছে নয়া সিনেমা। সিনেমার নাম 'এ ড্রপ অফ ব্লাড'। এটি একটি ভৈতিক সিনেমা। সিনেমা দেখে যারা ভয় পেতে চান তাদের জন্য এই সিনেমা। সিনেমাটি চলতি মাসের ৬ তারিখ মুক্তি পাবে ।