পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিনিধিঃ শনিবার থেকে শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জুড়ে জমিতে পড়ে রয়েছে পাকা ধান ও তিল গাছ। কৃষকদের দাবি বোরো ধানের মরশুমের প্রথমে বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ জল ব্যবহার করে করা হয়েছে চাষ। তবে এখন কালবৈশাখী ঝড়ে জমিতে নষ্ট হচ্ছে কাঁচা,পাকা ধান। ২ দিনের বৃষ্টিতে জমিতে জমেছে জল। জমির জমা জলে পাকা ধান নষ্ট হচ্ছে বলে দাবি কৃষকদের। এছাড়াও অতিবৃষ্টিতে তিল গাছের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে কৃষকরা। তারা জানান, আরও ভারী বৃষ্টি হলে চরম ক্ষতির মুখে পড়বেন তারা।